মহুয়া ঘোষাল দুর্গাপুর ৬ মে ২০২১
বুদবুদ থানার কাঁকোড়া গ্রামে তৃণমুলের জয়ের পরে সোমবার পালন করা হয় বিজয় উৎসব । সেই সময় তৃণমূল – বিজেপি সঙ্ঘর্ষে আহত হন পাঁচ তৃণমুল কর্মী । আদিবাসিপারায় বিজেপি কর্মীদের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে । এরফলে আদিবাসী বিজেপি কর্মিরা ঘরছাড়া রয়েছে ।পুরুষেরা ঘরছাড়া থাকার জন্য চরম সমস্যায় পরেছে আদিবাসী মহিলারা । বর্তমানে এই পরিবারগুলির মহিলা ও শিশুদের খুব কষ্টে দিন কাটছে। তারা গ্রাম ছেড়ে বের হতেও পারছেন না বলে অভিযোগ। গ্রামে এখন পুলিশ পিকেট বসানো হয়েছে।
কিন্তু এবার রাজনৈতিক সৌজন্য এবং মানবিকতা দেখা যাচ্ছে শাসকদলের বিভিন্ন নেতাদের মধ্যে । দুর্গাপুর নগর নিগমের পুরপিতা দেখিয়েছেন কিভাবে ভঘরে ফেরাতে হয় বিরোধীদলের কর্মীদের । এবার দেবশালা পঞ্চায়েতের কাঁকোড়া গ্রাম দেখলো আউশগ্রাম ২নং ব্লকের কার্যকরি সভাপতি আবদুল লালনের মানবিকতা এবং রাজনৈতিক সৌজন্য । আজ এই তৃণমূল নেতা এলাকার মানুষের কষ্টের কথা শুনে তৃণমূল নেতা আবদুল লালন চাল, ডাল, তেল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী নিয়ে কাঁকোরা আদিবাসী পাড়ায় এসে প্রায় ২৫ টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। আবদুল লালন বলেন," ওদিন একটা সংঘর্ষের ঘটনা ঘটেছিল। আদিবাসীপাড়ায় ঘরবাড়ির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। পোশাক কিনে পাঠিয়ে দেওয়া হবে।পাশাপাশি পঞ্চায়েতের উদ্যোগে ঘরবাড়ির মেরামতের ব্যবস্থাও করে দেওয়া হবে।"
গণ্ডগোলের দিন বুদবুদের দেবশালা অঞ্চলের কাঁকোরা আদিবাসীপাড়ায় ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি টিউবওয়েল ও পানীয়জলের সাবমার্সিবল পাম্প ভাঙচুর করা হয়। সেগুলিও মেরামত করে দেওয়ার ব্যবস্থা করেন আবদুল লালন।পাশাপাশি সংঘর্ষে আহত পাঁচ তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে তাঁদের খোঁজ খবর নেন লালানবাবু ও প্রত্যেক পরিবারের হাতে ফল দিয়ে আসেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন দেবশালা পঞ্চায়েতের প্রধান শ্যমল বক্সি ও অঞ্চল তৃণমূল নেতৃত্ব।
Comments