top of page
  • Mahua Ghosal

গোপালপুর পুর্ব পাড়ায় বর্ধমানের অনুসরণেই দোল পুর্ণীমার পরের দিন দোল উৎসব পালন করা হয়


মহুয়া ঘোষাল দুর্গাপুর ৭ মার্চ ২০২৩

বর্ধমান শহরে দোল পুর্ণীমার দিন দোল উৎসব পালন করা হয় না তার পরের দিন দোল উৎসব পালন করা হয় । বর্ধমান মাহারাজার সেই নির্দেশ আজও পালন করে বর্ধমানবাসী । বর্ধমান শহরের মতোই দুর্গাপুরের এক প্রাচীন গ্রামে এই ব্যবস্থা রয়েছে । দুর্গাপুরের গোপালপুরের পুর্ব পাড়ায় দোল পুর্ণিমার পরের দিন দল উৎসব পালন করা হয় । গোপালপুর দুটি প্রধান পাড়ায় বিভক্ত একটি পশ্চিমপাড়া অন্যটি পুর্ব পাড়া । পশ্চিমপাড়ায় চট্টোপাধ্যায় পরিবারের গোপালের দোলপুর্ণীমা হয় উৎসবের দিনেই অর্থাৎ দোল পুর্ণিমার দিনেই । পুর্ব পাড়ার গোস্বামী পরিবারের রাধামাধবের দোল উৎসব পালন করা হয় দোল পুর্ণিমার পরের দিন । আজ যখন গোপালপুর পশ্চিমপাড়া দোল উৎসবে মেতে আছে তখন পুর্ব পাড়ায় কোন রঙ আবিরের চিহ্ন নেই । আজ পুর্ব পাড়ার চাঁচড়ের দিন আগামি কাল দল উৎসব পালন করবে পুর্বপাড়া । জানা গিয়েছে গোস্বামী পরিবার বর্ধমান মাহারাজার অধীনে এক জমিদার পরিবার । তবে এই পরিবার বর্ধমান মহারাজ প্রতিটি নিয়ম অনুসরণ করেই পালন করতেন । বর্ধমানে মহারাজার নির্দেশে ভগবানের রঙ খেলার দিনে সাধারন মানুষের দোল খেলা নিষিদ্ধ ছিল । আজঅ সেইনিয়ম মেনেই চলেন । জানা গিয়েছে গোপালপুরের পুর্ব পাড়ার গোশ্বামী পরিবার সেই নিয়ম মেনেই চলেন । পুর্ব পাড়ার বাসিন্দারাও সেই প্রাচীন নিয়ম মেনে চলেন ।

11 views0 comments
bottom of page