top of page
  • Mahua Ghosal

চরমে গোষ্ঠীদ্বন্দ্ব শিল্পাঞ্চলে তরজায় মেতে সামাজিক মাধ্যমে


মহুয়া ঘোষাল দুর্গাপুর ২ মার্চ ২০২৩

কাঁকসার শিল্পতালুক । জঙ্গল মহল । সবেতেই গোষ্ঠীদ্বন্দ্ব চরমে । ত্রিপুরা তাকিয়েও দেখে নি অভিষেকের নেতৃত্বে থাকা তৃণমুলকে । কার্যত বহিরাগত তৃণমুল ত্রিপুরার রাজনীতি আর ভোটার চরিত্র বুঝতেই পারে নি । মেঘালয়ে কিছুটা সম্মান রক্ষা হয়েছে নতুন তৃণমুলের মডেল সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । সাগরদিঘির তৃতীয় রাউন্দেও কংগ্রেস প্রার্থী এগিয়ে আসনটি ছিল তৃণমুলের । কার্যত বাংলাতেও তৃণমুলের ভবিষ্যত কি তাই নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে সাগরদিঘি । এই অবস্থায় যদি দুর্গাপুর পুর্ব আসনেও নিজের জনপ্রিয়তা যাচাই করতে যান এবং ইস্তফা দিয়ে ভোটের মুখে যান পঞ্চায়েত মন্ত্রী তবে গোহারা হারবেন বলেই কটাক্ষ বামেদের । তবে কাঁকসায় তৃণমুলের গোষ্ঠীদ্বন্দ্ব থামে নি । ব্লক এবং অঞ্চল সভাপতির অনুমতি ছাড়া দলের কর্মসুচী নিলেই তা দলবিরোধী কাজ বলেই ফতোয়া জারি করেছেন কাঁকসা ব্লক সভাপতি আর তাই নিয়েই সামাজিক মাধ্যমে নানান পোষ্ট দেখা গিয়েছে বিরোধি গোষ্ঠীর নেতা কর্মীদের । এদিকে ব্লক সভাপতির অনুগামী বলে পরিচিত এক নেতা সামাজিক মাধ্যমে মানস দত্ত নামে এক তৃণমুল কর্মীকে দল থেকে বহিস্কারের সুপারিশ করেছেন । পালটা জবাব সামাজিক মাধ্যমে দিয়েছেন মানস দত্ত । বহিস্কারের সুপারিশ করা তৃণমুল নেতাকে গিরগিটি বলে উল্লেখ করেছেন মানস দত্ত । তৃণমুলের গোষ্ঠীদ্বন্দ্ব কার্যত হতাশ করছে আদি তৃণমুলের অনেক নেতাকর্মীকেই । তারা উচ্চ নেতৃত্বের হস্তক্ষেপ চাইছেন এবং প্রয়োজন হলে সংগঠনে রদবদল করে পঞ্চায়েত ভোটের আগে দলের ঐক্য গড়ে তোলার কাজ হাত দেওয়ার দাবী তুলছেন । নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা বলেন যারা সিপিএম থেকে সুযোগ বুঝে ত্ররীণমুলে এসেছেন তাদের গুরুত্ব দিচ্ছে দল আর তৃণমুলের জন্মলগ্ন থেকে দল করা কর্মীদের অকথাকুকথা বলা হচ্ছে এটা মন্ত্রী তথা বিধায়কের দেখা উচিৎ । এই নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন দলের উচ্চ নেতৃত্ব নিচুতলার কর্মীদের গুরুত্ব না দিলে পঞ্চায়েত ভোটে দলের হার রোখার ক্ষমতা নেই । ত্রিলোকচন্দ্রপুরের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন দলের হাল ভয়ঙ্কর খারাপ এবং এখন ব্লক সভাপতি বা অঞ্চল সভাপতিদের অনুমতির প্রয়োজনের কথা না বলে যে যত পারে কর্মসুচী নিক এবং দলের প্রচার করুক এটাই দেখা উচিৎ উচ্চ নেতৃত্বের । বিদবিহারের এক নেতা বলেন পিদিমের আলোর মতো টিমটিম করে জ্বলছে দলের সাংগঠনিক ঐক্য আর তার নিচেই চরম অনৈক্যের অন্ধকার পিদিমের নিচেই তাই পঞ্চায়েত ভোটের আগে সংগঠনে আবার রদবদল চাই ।

সামাজিক মাধ্যমে একে অপররের বিরুদ্ধে লড়াই ছাড়তে হবে আর সামাজিক মাধ্যম দলের থেকে কাকে বহিস্কার করবে তার সুপারিশ করার স্থান নয় , দলের প্রচার করতে হবে দলবিরোধী প্রচার নয় এমনটাই মন্তব্য দলের জেলা নেতৃত্বের একাধিক নেতার ।

28 views0 comments
bottom of page