top of page
  • Mahua Ghosal

সাগরদীঘি ও অতঃপর....


শ্রীপর্ণা রায় [ খোলামেলা বিশ্লেষণ এক নেত্রীর ]


আজ একবছরপূর্ণ হলোআমার পৌরসভারজনপ্রতিনিধি নির্বাচিতহওয়ার। সাগরদীঘিরউপনির্বাচনের ফলপ্রকাশের পরআমার কাছেআজকের দিনটারতাৎপর্য অনেকটাইবদলে দিলো। আজকেরএই ফলআমাদের আরওঐক্যবদ্ধ ওসংগঠিত লড়াইয়েপ্রয়োজনীয়তার বার্তাদিয়ে গেলোএটা আমারব্যাক্তিগত অভিমত।মানুষের কাছেসরাসরি পৌছানোরবিকল্প কিছুহতে পারেনা, প্রতিটিপরাজয় থেকেশিক্ষা নিয়েআমাদের আরওবেশি করেসাধারন মানুষেরদরজায় পৌছাতেহবে, মাথানিচু করেআমাদের ব্যর্থতারহদিস পেতেহবে এবংতার সমাধানকরতে হবে।আমরা মমতাব্যানার্জীর সৈনিক, তিনি মানুষেরজন্ম থেকেমৃত্যু পর্যন্তযেভাবে সরকারিপরিষেবা সাজিয়েআমাদের হাতেতুলে দিয়েছেনমানুষের দুয়ারেপৌছে দেওয়ারজন্য, তারপরেওযেকোনো ব্যর্থতা, পরাজয়, তাযত সামান্যহোক নাকেনো, ক্ষমারঅযোগ্য অপরাধপ্রতিটি তৃণমূলকর্মীর জন্য( নেতা নেত্রীরাওতো এইদলে নিজেদেরকর্মী বলেনতাই সবাইকেকর্মী সম্বোধনকরলাম),এটামাথায় আজকেএই মূহুর্তেইঢুকিয়ে নিতেহবে।

আমার দিনচারেক আগেরপরপর দুটিপ্রতিবেদন (আপদতৃণমূল ওপ্রকৃত তৃণমূলকর্মী) দেখেঅনেকেই জিজ্ঞাসাকরেছিলো কেনোএই মূহুর্তেআমার এমনদীর্ঘশ্বাস সম্বলিতলেখা। আসলেআমি প্রতিদিনেরসাধারন মানুষেরধুলোমাখা স্পন্দন,অনুভূতিনিয়ে কারবারকরা মানুষ।আমার ওয়ার্ডেরনাগরিকরা যদিসারাদিনে একবারেরজন্যেও বাড়িথেকে বেরহন তাহলেআমার মুখটাদেখার সম্ভাবনাশতকরা একশোভাগ। আমিগর্ব করেএটা বলি।আর আমারএই গনসংযোগের "অসুখের" কারনেই আমিগত দশবছর ধরেমমতা ব্যানার্জিরসাথে বাংলারমানুষের আত্মিকযোগের নানাওঠাপড়ার আভাসঅন্য অনেকেরআগে বুঝতেপারি, অনুভবকরতে পারি, লিখতে পারি।আমাকে ব্যাকবেঞ্চার বানানোসহজ,কিন্তুআমার মমতাবাদীঅনুভূতিকে পেছনেফেলা সম্ভবনয়, আরতাই আজকেরলক্ষ লক্ষতৃনমূল কর্মীরঅনুভূতি আমারকলমে চারদিনআগেই প্রকাশিত।মাফ করবেনগুনী নেতৃত্বরা, ছোটো মুখেবড় কথাবলার জন্য।

আজকের পরগুনী নেতৃত্বরাআবার একটুএগুলো ভাববেন।

*** দয়াকরে জনসমক্ষেপ্রকাশ্যে একেতাকে কাউকেইনিজের অতিঘনিষ্ঠ, প্রিয়জন,বিশ্বস্তবলে সার্টিফিকেটদেবেন না, দল আরদলনেত্রীর বদনামকরে দুর্নীতিআর অবৈধকার্যকলাপের লাইসেন্সেরশুরুটাই হয়এখান থেকে।মানুষ কিন্তুএগুলো অনেকদিনসহ্য করেনমমতা ব্যানার্জিকেদেখে, আরযেদিন সহ্যেরসীমা ছাড়িয়েযায় সেদিনউনিশের তেইশেমে ফিরেআসে, সাগরদীঘিচমকে দেয়।

*** দয়াকরে কোনোসমস্যা ছাঁইচাপাদেবেন না।সমস্যার গভীরেগিয়ে সমাধাননা করেছাঁইচাপা দিয়েএকপক্ষকে চমকেঅন্যপক্ষকে ভালোবেসেআপাত শান্তিরবার্তা ওপরেপাঠিয়ে নিজেরনাম্বার বাড়ানোরচেষ্টা আদতেদলের ক্ষতিকরছে। আরউচ্চ নেতৃত্বকেও "সবঠিক আছে" র বার্তাকেউৎসাহ নাদিয়ে বিস্তারিতঅনুসন্ধানে বিশ্বাসীহতে হবে।কত জরুরীও উপযোগীসত্য এভাবেইপদপিষ্ট হয়েমাঝপথেই মৃত্যুবরন করছে। আরএই জন্যই "এক ফোনেঅভিষেক" এরএত উত্তালজনপ্রিয়তা। কিন্তুএটা স্হায়ীসমাধান হলেনীচু ওমাঝারি তলারনেতাদের লজ্জাহওয়া উচিত।

*** আগামীপঞ্চায়েত নির্বাচনেঅবূঝ, অপরিপক্ক, অরাজনৈতিক, অদূরদর্শীবিধায়কদের আব্দারমেনে অসামাজিক, অস্বচ্ছ, দুর্নীতিগ্রস্ত , তোলাবাজ, মস্তান, হিস্ট্রি সিটার, এলাকার ত্রাস, একাধিক ফৌজদারীমামলার আসামীব্যক্তিগন কিংবাতাদের পরিবারেরসদস্যদের গতপৌরসভা নির্বাচনেরমতন প্রার্থীকরা উচিতহবে না।কারন মফস্বলেরশান্তি প্রিয়মানুষ ভয়েচুপ করেথাকলেও গ্রামবাংলায়কিন্তু এমনপ্রার্থীর বিরুদ্ধেএবার জোটবদ্ধলড়াই হবে।শুধু মুখেরকথা নয়, মাঝারি তলারনেতাদের নিজেদেরঅস্তিত্ব রক্ষারজন্য এবারঅন্তত এইসুপারিশ গুলোথেকে বিরতথাকা উচিত।একেবারে ওপরেরতলা থেকেপঞ্চায়েত স্তরেএকশো শতাংশসঠিক ঝাড়াইবাছাই কখনোইসম্ভব নয়। তাইদয়া করেপৌরসভা ভোটেরমতন পঞ্চায়েতভোটে অসামাজিকলোকেদের বাতার পরিবারেরলোকেদের জন্যসামান্য আনুগত্যেরলোভে টিকিটেরজন্য কান্নাকাটিকরবেন না।তাহলে কিন্তুচব্বিশ ভয়ঙ্করহবে। অবশ্যতাতে আপনাদেরকী যায়আসবে, তখনতো মাসদুয়েকের জন্যদরজায় তালালাগিয়ে রাখবেন।তবুও অনুরোধকরলাম।

*** কেন্দ্রেরএকটি বীমাপ্রকল্প গ্রামবাংলার বুকেসম্প্রতি নজরেআসছে । সরকারীকর্মচারীদের একাংশেরঅসহযোগিতা ওআমাদের মতনস্হানীয়স্তরের জনপ্রতিনিধিদেরএকাংশের নির্লিপ্ততায়ওর থেকেহাজারগুন ভালোও উপযোগীমমতাময়ী প্রকল্প "সামাজিক সুরক্ষাপ্রকল্প" কিন্তুতেমনভাবে জনপ্রিয়হতে পারছেনা মানুষেরকাছে। অনেকজায়গায় এইপ্রকল্পের উপভোক্তাহতে হলেসাধারন মানুষকেবিভিন্নরকম হয়রানিরশিকার হতেহচ্ছে । এইপ্রকল্পটি আরওগুরুত্ব সহকারেগ্রামবাংলায় ছড়িয়েদিতে হবে।এরজন্য দলীয়তরফে আরওসক্রিয়তা জরুরী।

*** অনুগামীদেরভীড়ের মাঝেমাঝেমধ্যে মুখটাউচু করেদলীয় কর্মীদেরদেখার চেষ্টাকরুন। আপনাদেরদু একবছরের মেকশিফটঅনুগামীদের ভীড়েযেনো লড়াকুতৃণমূল কর্মীরাঅসহায় পদপিষ্টনা হয়।মেকশিফট অনুগামীদেরচোখ দিয়েতৃণমূল কর্মীদেরবিচার করাছেড়ে দিনদলের নেতৃত্বগন।আর প্রকৃতকর্মীরাও প্রকৃতনেতৃত্বকে চিনতেশিখুন, উচ্ছিষ্টভোগী হয়েঅযোগ্য নেতৃত্বরতোষামদী করারথেকে মাথাউঁচু করেমমতা ব্যানার্জিরদল করুন।

সাগরদীঘির ফলআমার কাছেদলের আগামীরজন্য আশীর্বাদ। মমতাবাদবাংলার মাটিতেচিরস্থায়ী হয়েথাকবে এটাযেমন নিশ্চিতঠিক তেমনভাবেইমমতা ব্যানার্জিরসৈনিকেরা প্রতিটিব্যার্থতা থেকেশিক্ষা নিয়েপরবর্তী লড়াইয়েরজন্য নিজেদেরতৈরি করতেসক্ষম এটাওপ্রমাণিত । ইতিহাসভুল শুধরেনেওয়াকে স্বীকারকরে, ভুলকেঅস্বীকার করাঅহংকারকে নয়।

[ লেখিকা পৌরসভার সদস্যা এবং সক্রীয় তৃণমুল নেত্রী]

3 views0 comments
bottom of page