top of page
  • Mahua Ghosal

সেলিম বনাম উজ্জ্বল বাকযুদ্ধ শুনুন ভিডিওতে



DURGAPUR BARTA WEB DESK


বামেদের ভোট যখন বিজেপি তে যায় তখন বামেদের নীতিগুলো কোথায় থাকে।

পৌরসভা ও বিধানসভা নির্বাচনের ফলাফল এটাই প্রমাণ করে যে রাম আর বাম দুটোই এক।

শুক্রবার পানাগরে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিমের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এমনটাই বললেন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি।

প্রসঙ্গত: বৃহস্পতিবার বিকালে মুচিপারায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে মহম্মদ সেলিম বলেন অভিষেক, ফিরহাদ, শুভেন্দু সবাই একই গোয়ালের গরু।

কেউ ঘাস খায় না, সবাই চুরির টাকায় খায় এবং মমতার দেখানো পথে চলে।

এছাড়াও তিনি বলেন সবাই অন্ধকার জগতের জিব। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দুর্গার পুজো করে আর কার্নিভাল করে আলোকিত হন।

ঠিক তেমনি বিজেপি নেতারা কখনো বিবেকানন্দ আবার কখনো শ্যামাপ্রসাদের নামে আলোকিত হতে চায়।

মোহাম্মদ সেলিমের মন্তব্যের পানগর থেকে পাল্টা জবাব দেন

তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি। তিনি আরো বলেন শেষ ১০ বছর উন্নততর বাংলা গড়ার ডাক দিয়ে শেষ পাঁচ বছর তারা কি খেলায় মেতেছিল তা বাংলার মানুষ জানে। একদিকে তারা কৃষি জমিকে ধ্বংস করে একের পর এক বিল পাস করে কৃষি জমি কিভাবে তারা অতি গ্রহণ করেছিল এবং কৃষকদের উপর যে অত্যাচার করেছিল তা বাংলার মানুষ এখনো ভুলেনি।

9 views0 comments
bottom of page